হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল আটক
হবিগঞ্জে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ২২টি হেলমেটবিহীন মোটরসাইকেল আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ২২টি হেলমেটবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে। একইসঙ্গে এসব মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্রও ছিল অনুপস্থিত।
মঙ্গলবার (১২আগষ্ট) সকালে দিকে জেলা সার্কিট হাউজ ও বেবিস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৩১ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সেনাবাহিনীর সদস্যরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে। আটক মোটরসাইকেলগুলোর মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর আবদুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, ভবিষ্যতেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এসব অভিযান অব্যাহত থাকবে।